Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে শিক্ষা-চিকিৎসায় পর্যাপ্ত বরাদ্দের দাবি ক্ষেতমজুর সমিতির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ২৩:০০

ঢাকা: আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা, রেশনিং চালু, চিকিৎসা নিশ্চয়তা, বয়স্কদের পেনশনের জন্য পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা।

রোববার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সংগঠনের নেতারা এই দাবি জানান।

সমাবেশে বক্তরা বলেন, ‘বাজেটে প্রতিবছর গ্রামীণ ও বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সরকারদলীয় নেতাকর্মীদের অনৈতিক যোগসাজশে সাধারণ মানুষ সেই বরাদ্দ থেকে বঞ্চিত হন। উপজেলা কেন্দ্র, ইউনিয়ন কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে লোকবল ও চিকিৎসা সামগ্রীর অভাবের সাথে ব্যাপক দুর্নীতির ফলে চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হয়।

করোনা মহামারিকালে আড়াই কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছেন উল্লেখ করে বক্তারা আরও বলেন, ‘বাজেটে তাদের পুনর্বাসনে বিশেষ বরাদ্দ রাখতে হবে। সাধারণ গরিব মানুষ আজ খাদ্য, চিকিৎসা সংকটে আছেন। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই যেন হয় এবার বাজেটের মূল লক্ষ্য।

এছাড়া করোনাকালে আগামী ৬ মাস সব কর্মহীন দরিদ্র পরিবারকে মাসে ৫ হাজার টাকা করে নগদ সহায়তারও দাবি জানান তারা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

ক্ষেতমজুর সমিতি বাজেট শিক্ষা-চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর