ঢাকা-১৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বহুলুল খাঁন
৩১ মে ২০২১ ১৩:৪৪
ঢাকা: ঢাকা-১৪ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হায়দার আলী খাঁন বহুলুল। তরুণ এই ব্যবসায়ী ও রাজনীতিক বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে মিরপুরবাসীর মধ্যে সুপরিচিতি লাভ করেছেন।
বহুলুল খাঁন বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। আমাকে দলের মনোনয়ন দিলে আমি মিরপুর-কাফরুলবাসীকে নিয়ে সেই উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারব বলে মনে করি।’
আওয়ামী পরিবারের সন্তান বহুলুল খাঁন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ১২ নং ওয়ার্ডের সাবেক সভাপতি, ছিলেন ওই ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি। বর্তমানে মিরপুর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিষদের ঢাকা জেলা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ঢাকা জেলার উপদেষ্টা।
তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ আলী খান (এস.এ. খান) ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আস্থাভাজন। ’৭৫ পরবর্তী আওয়ামী লীগের অত্যন্ত দুর্দিনের সময় তৎকালীন বৃহত্তম মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া এস.এ. খান ছিলেন তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের এক নম্বর উপদেষ্টা।
ঢাকা-১৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হায়দার আলী খাঁন বহুলুল বলেন, ‘আমার বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের এক পরীক্ষিত সৈনিক। ছোট বেলায়ই দেখেছি আমাদের বাড়িতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের পদচারণায় মুখরিত থাকত। সেই ধারাবাহিকতায় আমিও মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম।’
তিনি আরও বলেন, ‘বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। এ কারণে ওই সময় আমার নামে ১৬টি মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়।’
সারাবাংলা/একে