Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুরিকাঘাতে যুবক খুন, পলাতক মানসিক ভারসাম্যহীন মা

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মে ২০২১ ১৮:২৫

প্রতীকী ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় ছুরিকাঘাতে নাজমুস সাকিব নাবিল (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থী খুন হয়েছে। ঘটনার পর থেকে নাবিলের মানসিক ভারসাম্যহীন মা নাসরিন বেগম পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, নাবিলকে তার মা-ই খুন করে থাকতে পারে।

এর আগে রোববার (৩০ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রক্তাক্ত অবস্থায় নাবিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের বাবা সগির আহমেদ জানান, একমাত্র ছেলে নাবিল ও স্ত্রী নাসরিন বেগমকে নিয়ে সিদ্ধিরগঞ্জ পাইনাদি নতুন মহল্লায় একটি ভবনে নিজেদের ফ্ল্যাটে থাকেন। নাবিল ডেমরা সারুলিয়ায় একটি মাদরাসার আলিম পরিক্ষার্থী। সগির নিজে একটি ব্যাংকে চাকরি করেন।

সগির আহমেদ বলেন, ‘ঘটনার দিন মা ও ছেলে বাসায় ছিল। রাত আটটার দিকে অফিস থেকে বাসায় ফিরে দরজায় তালা ঝুলতে দেখি। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে দেখি নাবিল রুমের ভিতর রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে আছে। তার মাথা, গলা, বুক ও পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন।’

তিনি বলেন, ‘ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে নাবিলকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জে একটি হাসপতালে নিয়ে যাই। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নাবিলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে নাবিলের মা নাসরিন বেগমকে পাওয়া যাচ্ছে না।’

সগির আহমেদ জানান, স্ত্রী নাসরিনের মানসিক সমস্যা রয়েছে। এই সমস্যার জন্য ১০ বছর ধরে তার চিকিৎসাও চলছিল। মানসিক সমস্যা দেখা দিলে সে উল্টাপাল্টা কথাবার্তা বলতো এবং সবার সঙ্গে রাগ করত। নাসরিন এই ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা। তবে তাকে পাওয়া গেলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। নিহতের মৃতদেহটি ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আর ঘটনার পর থেকে তার মাকে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত তদন্ত চলছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নারায়ণগঞ্জ পলাতক মা যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর