নেত্রকোনায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
৩১ মে ২০২১ ২২:২৩
নেত্রকোনা: জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বালিজুড়া বাজারসহ তিনটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও দোকান পাট লণ্ডভণ্ড হয়ে গেছে।
সোমবার (৩১ মে) দুপুর ২টার দিকে বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডবে বালিজুড়া বাজার, নোয়াদিয়া, ভরাপাড়া ও লস্করপুর গ্রামের শতাধিক ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়। এছাড়া অনেক গাছপালা ভেঙে যায়।
বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক জানান, ঘরের নিচে চাপা পরে ভরাপাড়া গ্রামের রইছ উদ্দিনের স্ত্রী তাহেরা খাতুন, আব্দুল হকের ছেলে শাকিল, সাদেক মিয়ার ছেলে সুহান, একলাছ মিয়ার স্ত্রী মনোয়ারা ও বালিজুড়া বাজারে আব্দুল আওয়ালের স-মিলের ঘরের চাপায় নোয়াদিয়া গ্রামের হাদিস মিয়া, সেলিম, রনি ও রিয়াদ আহত হয়।
আহতদের মধ্যে তাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
খবর পেয়ে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান। তারা ক্ষতিগ্রস্তদের যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।
ইউএনও মো. মইন উদ্দিন খন্দকার বলেন, ‘ঝড়ে শতাধিক ঘর বাড়ি ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে। তালিকা হাতে পেয়েই তাদের যার যে সব ক্ষতি হয়েছে তা নির্ণয় করে সাধ্যমত সহযোগিতা দেওয়া হবে।’
তিনি জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল থেকে ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, লবণ, তেলসহ শুকনো খাবার দেওয়া হবে। ঘর চাপায় আহত নারী তাহেরা খাতুনসহ অন্যদের চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহযোগিতা করা হবে।
ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক আরও জানান, ক্ষতিগ্রস্ত কাউকে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে না। উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা নির্মিত আশ্রয়ণ প্রকল্প ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ভাবে আশ্রয় নিতে পারবেন।
সারাবাংলা/এমও