জুনেই জামা-জুতার টাকা পাবে শিক্ষার্থীরা
১ জুন ২০২১ ১৬:২৪
ঢাকা: স্কুল খুললেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জামা ও জুতা কেনার জন্য টাকা দেওয়া হবে। ‘কিডস অ্যালাউন্স’ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক হাজার টাকা করে পাবে তারা। তবে কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলেও জুন মাসেই টাকা দিয়ে দেওয়া হবে তাদের। মঙ্গলবার (১ জুন) খবরটি নিশ্চিত করেছে, গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প।
এখন পর্যন্ত যে খবর রয়েছে তাতে আগামী ১৩ জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। বিদ্যালয় খুলে দিলে প্রথম সপ্তাহেই শিক্ষার্থীদের জামা-জুতা কেনার জন্য টাকা দেওয়া হবে।
উপবৃত্তি প্রকল্প সূত্র বলছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের উপবৃত্তির টাকা বকেয়া পড়েছিল। সেগুলো এখন বিতরণ চলছে। এ টাকা কয়েকদিনের মধ্যেই বিতরণ শেষ হবে।
এরপর ১০ জুনের পর শুরু হবে শিশুদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ। ১৩ জুন বিদ্যালয় খোলার প্রথম দিনেই তাদের এই টাকা দেওয়া হতে পারে। এজন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। এই টাকা দেওয়া হবে শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী সারাবাংলাকে বলেন, ‘জামা-জুতা কেনার জন্য এককালীন এক হাজার টাকা বিরতণের জন্য আমরা সব প্রস্তুতি সেরে রেখেছি। আমরা চাচ্ছি বিদ্যালয় খোলার প্রথম দিনে তাদের হাতে টাকাটা তুলে দিতে। যদি ওই সময় বিদ্যালয় না খোলা হয় তাহলেও জুন মাসেই টাকা দিয়ে দেবো।
উল্লেখ্য, ১ কোটি ১০ লাখেরও বেশি শিক্ষার্থী প্রধানমন্ত্রীর এই উপহার পাবে। এজন্য সরকারের পক্ষ থেকে ১১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সারাবাংলা/টিএস/পিটিএম