Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুহীন এক দিন

আন্তর্জাতিক ডেস্ক
১ জুন ২০২১ ২২:২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় কোনো করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি। অর্থাৎ, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যে কোনো রোগী মারা যাননি এ দিন।

বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে কোনো মৃত্যু হয়নি যুক্তরাজ্যে।

উল্লেখ্য, যুক্তরাজ্য ব্যাপক ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৫২ লাখের বেশি মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

তবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। এ সপ্তাহে আক্রান্তের হার গত সপ্তাহের তুলনায় বেড়েছে। উল্লেখ্য, গত ২৪ মে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৯৩ জন।

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ৪৪ লাখ ৮৭ হাজার ৩৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৮২ জন।

সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার বেড়েছে। করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট, যেমন: ভারতীয় ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের প্রভাবেই এমনটা হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর