Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষকে ওএসডি


২৭ মার্চ ২০১৮ ১৮:৪২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৪১

।। ডিস্ট্রিক্ট্র করেসপন্ডেন্ট ।।

রংপুর: দুর্নীতিসহ নানা দাবিতে আন্দোলনের তোপে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা এক চিঠিতে তাদের ঢাকার শিক্ষা অধিদপ্তরে ডিজি অফিসে ওএসডি করে রাখা হয়।

উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারের আদেশ হাতে পেয়েছি। আমাকে ও অধ্যক্ষকে ডিজি অফিসে ওএসডি করা হয়েছে।’

কারমাইকেল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান জানান, কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ মিয়ার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণের দাবি তুলেছিলেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালাও ঝুলানো হয়েছিল। এ নিয়ে কলেজ অচলাবস্থা দেখা দিয়েছিল। এ আন্দোলন এক মাসের বেশি সময় ধরে চলে।

অব্যাহত আন্দোলনের মুখে মাউশির পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ফেব্রুয়ারি মাসে এসে তদন্ত করে। এরই পরিপ্রেক্ষিতে কারমাইকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল লতিফ মিয়ার ও উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাককে শিক্ষা অধিদপ্তরের ডিজি অফিসে ওএসডি করে রাখা হয়েছে।

শিক্ষা ক্যাডারের এই দুই কর্মকর্তাকে অবসর গ্রহণের সুবিধার্থে ওএসডি করার কথা আদেশে বলা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/ এমএইচ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর