Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২১ ২৩:০৩

ফাইল ছবি

বগুড়া: জেলার আদমদীঘিতে ঋণের টাকা পরিশোধের চাপে এনামুল হক (৫৫) নামের এক ধান ব্যবসায়ী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত এনামুল উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার (১ জুন) দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের পুশিন্দা সরদার পাড়ার এনামুল হক বেশকয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে ধান ব্যবসা করে আসছিলেন। করোনার কারণে ব্যবসায় মন্দা যাওয়ায় তিনি ঠিকমতো কিস্তির টাকা পরিশোধ করতে পারতেন না। বেশ কয়েকদিন ধরে এনজিও’র মাঠকর্মীরা টাকার জন্য তাকে চাপ দেওয়া শুরু করেন। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার ভোরে পরিবারের সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কেউ অভিযোগ করেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/একেএম

ঋণের চাপ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর