Sunday 10 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলিন্ডার প্রতি এলপিজি’র দাম বাড়ল ১১ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১৮:১১

ঢাকা: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী আগস্ট মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার (৪ আগস্ট) সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৩৬৬ টাকা থেকে ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই হারে বেড়েছে অন্যান্য আকারের সিলিন্ডারের দামও।

অন্যদিকে, গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতিলিটার ৬৩ টাকা ২১ পয়সা, যা এতদিন ছিল ৬২ টাকা ৭০ পয়সা। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

এলপিজি গ্যাস দাম বাড়ল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর