Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় একটি বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৬

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২১ ০৯:৪৫

ঢাকা: আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি বাসায় আগ্নিকাণ্ডে শিশুসহ ৬জন দগ্ধ হয়েছে। ইতোমধ্যে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২জুন) ভোর ৫টার দিকে আশুলিয়া পল্লীবিদ্যুৎ কবরস্থান রোডের হুমায়ুনের সেমিপাকা এক তলা বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন— রেনু বেগম (২৮), স্বামী আউয়াল ইসলাম (৩৫) ও মেয়ে আরফিয়া (৯), আদুরী খাতুন (৩০) ও তার স্বামী আ. হাকিম (৩৫) এবং আফরোজা বেগম (৪০)।

দগ্ধ রেনু বেগম জানান, তারা ওই বাসায় পাঁচ মাস ধরে ভাড়া থাকেন। সবাই ওই এলাকার বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কাজ করে। আর তার মেয়ে আরফিয়া একটি মাদ্রাসায় পড়ে। রাতে সবাই বাসায় ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ বাসার ভিতরে আগুন দেখতে পান। পরে নিজেদের শরীরেও আগুন জ্বলতে দেখে দৌড়ে বাসা থেকে বাইরে বের হন।

তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। তাদের ধারণা গ্যাস লিকেজের কারণে এই আগুনের ঘটনা ঘটতে পারে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের সবারই হাত মুখসহ শরীরের অনেককাংশ দগ্ধ হয়েছে। এখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা /এসএসআর/এনএস

টপ নিউজ বাসায় আগ্নিকাণ্ড শিশুসহ দগ্ধ ৬

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর