রাজধানীতে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
২ জুন ২০২১ ১৭:২৭
ঢাকা: রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে তানিয়া আক্তার (১৪) নামের এক কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র তিন দিন আগে ওই বাসায় কাজে যোগ দিয়েছিল তানিয়া। গৃহকর্ত্রী পুলিশের কাছে দাবি করেছে, তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে ওয়ারীর অভয় দাস লেনের এলাকার একটি বাসার সাত তলার ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এসময় মরদেহটি শায়িত অবস্থায় ছিল। তানিয়ার বাড়ি হবিগঞ্জ জেলায়। বাবার নাম লেখমত আলী।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, গত তিন দিন আগে গৃহকর্মী তানিয়া ওয়ারিতে অ্যাডভোকেট মোর্শেদা খানের বাসায় কাজে যোগদান করে।
অ্যাডভোকেট মোর্শেদা খানের বরাত দিয়ে এসআই মফিজ উদ্দিন জানান, তানিয়া জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এসআই জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ