Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২১ ১৮:২৫

ঢাকা: ২০২১-২২ অর্থবছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৭০২ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩২০ কোটি টাকা এবং উন্নয়নের জন্য ৩৮২ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে বরাদ্দের পরিমাণ ছিল ৬৩৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘২২টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন, প্রবাসী কর্মীদের বিদেশে আরও নতুন সাতটি শ্রম কল্যাণ উইং স্থাপন এবং আটটি বিভাগীয় শহরে আটটি কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিজস্ব ভবন স্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিদেশে আরও বেশি জনশক্তি রফতানি সম্ভব হবে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

২০২১-২২ অর্থবছরের বাজেট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বরাদ্দ বাজেট ২০২১-২২


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর