Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ১২:৫৯

ট্রেনে কাটা পড়ে মৃত্যু [প্রতীকী ছবি]

গাজীপুর: গাজীপুরের সালনা টেকি বাড়ি এলাকায় ঢাকা রাজশাহী রেল রুটে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (৫ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন জামালপুরের বাসিন্দা অটোরিকশা চালক মোতালেবের স্ত্রী মোরশেদা ও একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। নিহতরা সম্পর্কে ফুফু ভাইজি।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকি বাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মাত্র পাঁচদিন আগে মুর্শেদার সঙ্গে অটোরিকশাচালক মোতালেবের বিয়ে হয়।

এ দিকে একইদিন সকালে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/একে

গাজীপুর টপ নিউজ ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর