Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজি মামলায় কারাগারে সাবেক এমপি আউয়াল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২১ ১৭:৩৬

এম এ আউয়াল। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর পল্লবীর সাহিনুদ্দিন হত্যা মামলার আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে এবার চাঁদাবাজির মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেফতারকৃত টিটু নামে আরেক আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শনিবার (৫ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব-ইন্সপেক্টর অনয় কুমার। এ সময় আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, বিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল গত মাসে আউয়ালের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। গত ২ জুন আউয়ালসহ দুই জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবেক সাংসদ এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে পল্লবীর সাহিনুদ্দিন হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে গত ২৬ মে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, গত ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিকাল সাড়ে চারটায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। সাহিনুদ্দিন পল্লবীর ১২ নম্বর সেকশনে সিরামিক রোডের বাসিন্দা।

এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা আউয়ালসহ ২০ জনের নামে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গত ২০ মে ভোরে ভৈরবের একটি মাজার থেকে আউয়ালকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

কারাগারে সাবেক এমপি আউয়াল চাঁদাবাজি মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর