সাতক্ষীরা লকডাউনের দ্বিতীয় দিন আজ
৬ জুন ২০২১ ১১:৫৭
সাতক্ষীরা: করোনা সংক্রমণ মোকাবিলায় সাতক্ষীরায় আরোপিত সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিন চলছে রোববার (৬ জুন)।
এর মধ্যেই, সর্বশেষ ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
লকডাউনের আওতায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাচ্ছেন জেলার অধিবাসীরা। বন্ধ রয়েছে আন্তঃজেলা ও দূরপাল্লার গণপরিবহন। সাতক্ষীরার সঙ্গে খুলনা এবং যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও, জেলা শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তবে, সাধারণ মানুষকে প্রশাসনের নজরদারি উপেক্ষা করে অবাধেই ঘোরাঘুরি করতে দেখা গেছে। ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য চলমান রয়েছে। বন্দরে থাকা ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরা সীমান্ত দিয়ে যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্তজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি।
অপরদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে সর্বশেষ ২৪ ঘন্টায় ৬৫ মামলায় ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সারাবাংলা/একেএম