Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা— বললেন শাহাদাতও

স্পেশাল করসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ১৮:২৮

চট্টগ্রাম ব্যুরো: সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ (সিডিএ) বিভিন্ন সেবাসংস্থার সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে হাজার হাজার কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প আরও দুর্ভোগ তৈরি করছে বলেও অভিযোগ তার। তিনি বলছেন, জলাবদ্ধতা প্রকল্পের আওতায় খালে বাঁধ দেওয়ায় নগরী পানিতে তলিয়ে গেছে।

রোববার (৬ জুন) সকাল থেকে মাঝারি মাত্রার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসেবে, বৃষ্টি ‍শুরুর আধঘণ্টার মধ্যেই নগরীর অন্তত ২০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে যায়।

এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহাদাত হোসেন বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। নগরীর ফ্লাইওভারগুলোও পানিতে সয়লাব হয়ে গেছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। মূলত সিটি করপোরেশন ও সিডিএসহ অন্যান্য সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণেই এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম এখন বসবাসের অযোগ্য নগরী হয়ে উঠেছে।’

‘অপরিকল্পিত নগরায়ণ ও সমন্বয়হীনতার কারণে ক্রমান্বয়ে চট্টগ্রাম নগরী ভারসাম্যহীন হয়ে উঠেছে। চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু দুর্নীতি ও সমন্বিত পরিকল্পনার অভাবে এসব উন্নয়ন প্রকল্পগুলো আরও দুর্ভোগ তৈরি করছে। উন্নয়ন প্রকল্পের নামে চলমান খালগুলোতে বাঁধ দেওয়ায় চট্টগ্রাম পানিতে তলিয়ে গেছে।’

এর আগে, শাহাদাতকে হারিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া রেজাউল করিম চৌধুরীও ‘খালে বাঁধ দেওয়ায়’ বৃষ্টিতে নগরী গলা পরিমাণ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সিডিএ’র তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নকারী সেনা কর্মকর্তারা বলেছেন, খালের যেসব স্থানে বাঁধ দেওয়া হয়েছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে।

বিবৃতিতে সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে শাহাদাত বলেন, ‘সিটি করপোরেশন রাস্তা সংস্কারের পরই তা কেটে ফেলছে ওয়াসা কিংবা পিডিবি। মূলত সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নগরীর ৫৬টি খাল দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ স্থাপনা। কিন্তু এসব বিষয়ে সরকার এবং চট্টগ্রামের সেবা সংস্থাগুলো নির্বিকার। সমন্বিত রূপরেখা ছাড়া কোনো নগরী পরিকল্পিতভাবে গড়ে ওঠে না। যদি মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিত নগরী গড়ে তোলা না যায় তাহলে চট্টগ্রাম অচিরেই মুমূর্ষু নগরীতে পরিণত হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর