পাপুলের আসন শূন্য ঘোষণাকে চ্যালেঞ্জ করে রিট, আদেশ মঙ্গলবার
৭ জুন ২০২১ ২৩:৫৩
ঢাকা: লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা এবং ওই আসনটিতে উপনির্বাচনের তফসিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। গত মার্চ মাসে দায়ের করা ওই রিটের ওপর সোমবার (৭ জুন) শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (৮ জুন) আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
রিটে আইন মন্ত্রণালয়ের সংসদবিষয়ক সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশনকে রিটে বিবাদী করা হয়। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারোয়ার পায়েল ও আশিক রুবায়েত।
শুনানি শেষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান জানান, ‘শহিদ ইসলাম পাপুলের আসন শূন্য ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন এবং আসনটিতে উপনির্বাচনের জন্য ঘোষিত তফসিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটের ওপর আজ (সোমবার) শুনানি হয়েছে। এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) আদেশ দেবেন আদালত।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী সারাবাংলাকে বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২ নম্বর উপ-অনুচ্ছেদে বলা হয়েছে— ‘কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার বা সংসদ-সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি—(ঘ) তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকে।’ এ কারণে সংসদ সচিবালয় পাপুলের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
নওরোজ মো. রাসেল চৌধুরী আরও বলেন, ‘আদালতকে আমরা বলেছি, যার আসন শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি এ ঘটনায় রিট করেননি, রিট করেছেন আরেকজন। এ কারণে আমরা মনে করি, এই রিট গ্রহণযোগ্য নয়। আজ শুনানি হয়েছে। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন আদালত।’
এর আগে, গত ২৮ জানুয়ারি ঘুষ লেনদেনের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের ফৌজদারি আদালত। বিচারক রায়ে পাপুলকে দণ্ডের পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার বা ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন।
এরপর গত ২২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ উইং থেকে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম কুয়েতের ফৌজদারি আদলতে গত ২৮ জানুয়ারি চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন। সে কারণে সংবিধানের ৭(১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ থেকে তার আসন (২৫ লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮(৪) বিধি অনুযায়ী লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হলো।
এরপর ৩ মার্চ শহিদ ইসলাম পাপুলের শূন্য আসনে (লক্ষ্মীপুর-২) উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা ও উপনির্বাচন তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে শহিদ ইসলামের বোন নুরুন্নাহার বেগম এবং ওই আসনের বাসিন্দা শহিদ ইসলামের মনোনয়নপত্রে প্রস্তাবকারী শাহাদাত হোসেন রিট করেন। গত মার্চ মাসে এই রিট দায়ের করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে ১১ এপ্রিল ওই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করা হয়।
কুয়েতে গ্রেফতার হওয়ার পর দেশেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের পৃথক দুই মামলায় সাংসদ শহিদসহ ছয়জনের ৬৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে শহিদসহ ছয়জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা করে সিআইডি। আসামিদের মধ্যে তার মেয়ে, ভাই ও শ্যালিকাও রয়েছেন। এর আগে ১১ নভেম্বর মানব পাচারে জড়িত থাকার অভিযোগে শহিদ ও তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বছরের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। এরপর আটকের সাড়ে সাত মাসের মাথায় কুয়েতের আদালতে দণ্ডিত হন কাজী শহিদ ইসলাম পাপুল।
সারাবাংলা/কেআইএফ/এনএস
পাপুলের আসন শূন্য ঘোষণা লক্ষ্মীপুর-২ শহিদ ইসলাম পাপুল হাইকোর্টে রিট