Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৮ দিনে নিম্ন আদালতে জামিন পেলেন ৬০ হাজার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২১ ১৯:০১

ঢাকা: করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতায় উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের অধস্তন আদালতে গত ৩৮ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ৬০ হাজার ৪৮৯ জন কারাবন্দি আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যে উক্ত ৩৮ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৯৭৪ জন।

বুধবার (৯ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মঙ্গলবার (৮ জুন) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৬৩৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ২৩৫ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

তিনি আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গত ৩৮ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ১৭ হাজার ৬৯১টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৬০ হাজার ৪৮৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ছিল ৯৭৪ জন।

গত ১২ এপ্রিল ( সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

আদালত জামিন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর