লালমনিরহাট থেকে ফিরে গেল নিম্নমানের ৪০ লাখ টাকার চাল
১০ জুন ২০২১ ১০:৩৮
লালমনিরহাট: জোলা সদরের সরকারি এলএসডি খাদ্য গোডাউনে আসা ৫ ট্রাক খাবার অনুপযোগী নিম্নমানের ১০০ টন চাল দুদিন পর ফেরত দিয়েছে সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা।
বুধবার (৯ জুন) বিকালে শহরের শাহজাহান কলোনী এলাকার সরকারি খাদ্য গুদামে দুদিন ধরে আনলোডের অপেক্ষায় থাকা চাল বোঝাই ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গাইবান্ধা জেলার বোনারপাড়া সরকারি এলএসডি গোডাউন থেকে ৫ ট্রাক ভর্তি প্রায় ১০০ টন খাবার অনুপযোগী নিম্নমানের ভেজাল চাল গত সোমবার (৭ জুন) সন্ধ্যার পর লালমনিরহাট শহরের স্থানীয় খাদ্য গুদামে আসে। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। ওই নিম্নমানের চাল গোডাউনে ঢোকানোর জন্য গত সোমবার রাত থেকে পরদিন মঙ্গলবার রাত পর্যন্ত চলে দেন দরবার। পরে এ খবর স্থানীয় সাংবাদিকরা জানতে পারলে ভেস্তে যায় দেন দরবার। রাতে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয় ওই নিম্নমানের চাল গোডাউনে ঢোকানো হবে না এবং চাল ভর্তি ট্রাক ৫টি ফেরত পাঠানো হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা সদরের ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মাহমুদুজ্জামান বলেন, ৫টি ট্রাক যোগে আসা প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১০০ টন নিম্নমানের চাল আনলোড না করে ফেরত পাঠানো হয়েছে।
লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা করে দেখা যায় গাইবান্ধা জেলার বোনারপাড়া এলএসডি গোডাউন থেকে ৫টি ট্রাক যোগে আসা প্রোগ্রামের চালগুলো অত্যন্ত নিম্নমানের। তাই ওই চালের ট্রাকগুলো ফেরত পাঠানো হয়েছে। তবে ওই চাল নিম্নমানের জানার পরেও কেন সংরক্ষিত এলাকা গোডাউনের ভিতরে ট্রাকগুলো দু’দিন অপেক্ষায় করানো হলো এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।
সারাবাংলা/এএম