Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দ্রুতই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দেবে বাংলাদেশ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ১৭:০৪

ঢাকা: বাংলাদেশ দ্রুতই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফিলিস্তিনকে জরুরি স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বৃহস্পতিবার (১০ জুন) সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানটি রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘করোনা প্রতিরোধে দেশেই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই যৌথভাবে ভ্যাকসিন উৎপাদন শুরুর ঘোষণা আসবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কোন ওষুধ প্রতিষ্ঠান যৌথভাবে এই উৎপাদনে যাবে সেটা সংশ্লিষ্টরা (স্বাস্থ্য মন্ত্রণালয়) দেখবেন। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে, পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারাই উৎপাদনে যেতে পারে।’

তিনি বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনে সফল হলে বাংলাদেশ পরবর্তী সময়ে দেশের চাহিদা মিটিয়ে ভ্যাকসিন রফতানিও করতে পারবে।’

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ চীন এবং রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুই দেশের সঙ্গেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দুই দেশের উৎপাদিত একাধিক ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদন করা হবে। সামনের সপ্তাহে এই বিষয়ে ঘোষণা আসতে পারে।

চীন থেকে ভ্যাকসিন আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৩ জুন চীন থেকে ছয় লাখ উপহারের ভ্যাকসিন দেশে আসবে। তবে চীন থেকে কত ভ্যাকসিন আসবে, বা কবে আসবে এ বিষয়ে বিস্তারিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।’

সারাবাংলা/জেআইএল/পিটিএম

উৎপাদন ঘোষণা টপ নিউজ বাংলাদেশ ভ্যাকসিন

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর