Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২১ ২৩:২২

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওরম ফারুক (২৫) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার জয়নাথপুর গ্রামের মহসিন আলীর ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ছাত্র ছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ‘সন্ধ্যায় বাড়িতে লোহার দরজা ঢালাইয়ের কাজ করছিলেন ওমর ফারুক। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

বিদ্যুৎস্পৃষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর