Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে সূচকের পতনেও লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ১৬:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইল ছবি

ঢাকা : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এ নিয়ে টানা আট দিন ডিএসইতে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

রোববার (১৩ জুন) টানা তিনদিন পর পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এ দিন সূচক ও লেনদেন কমলেও দুই হাজার কোটি টাকার নিচে নামেনি।

রোববার দিন শেষে ডিএসইতে ৩৭২টি কোম্পানির ৭২ কোটি ২০ লাখ ৮৯ হাজার ২৭৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এ সব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৯২টির এবং ২১টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকা।

আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসই শরিয়া সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯৩ পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে নেমে আসে।

অন্যদিকে রোববার অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩২২টি কোম্পানির ৩ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ারের দাম।দিনশেষে সিএসইতে ৯০ কোটি ১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

আগের দিন লেনদেন হয়েছিল ১১৪ কোটি ৬৪ লাখ টাকা। এ দিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে ১৭ হাজার ৫২১ পয়েন্টে নেমে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

ডিএসই দরপতন পুঁজিবাজার শেয়ারবাজার সূচক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর