Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিজিএমইএ সভাপতির সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ১৯:৫২

ঢাকা: তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৩ জুন) বিডা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এসব তথ্য জানিয়েছে।

বিজিএমইএ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক এনামুল হক খান বাবলু, পরিচালক আসিফ ইব্রাহীম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকির, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান এবং পরিচালক মিজানুর রহমান।

আলোচনাকালে বিজিএমইএ প্রতিনিধিদল কার্যকরী ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ দেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, বিশেষ করে ম্যানমেইড ফাইবারভিত্তিক বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ গ্রহনের জন্য বিডা’র নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান।

প্রতিনিধি দল বাংলাদেশে বিদেশি ক্রেতাদের লিয়াঁজো অফিস যেসব প্রতিবন্ধকতা মোকাবিলা করছে, সেগুলো নিয়েও আলোচনা করেন।

এসময় অন্যদের মধ্যে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, মো. সাইফুল্লাহ মোকবুল মোর্শেদ এবং অভিজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজিএমইএ সভাপতি বিডা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর