Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিএ’তে র‌্যাবের অতর্কিত অভিযান, ২১ দালাল গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ২২:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে সড়ক পরিবহন কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ‘বিআরটিএর দালাল’ হিসেবে পরিচিত এসব ব্যক্তি যানবাহনের লাইসেন্স তৈরি থেকে শুরু করে সব ধরনের নবায়ণ কাজ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ আছে।

রোববার (১৩ জুন) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানিয়েছেন।

বিজ্ঞাপন

গ্রেফতার ২১ জন হলেন- সাইফুল (২৯), মোরশেদ (২১), আব্দুল হান্নান (২৪), খোরশেদ (৩৫), আবুল কালাম (৪০), নজরুল ইসলাম (৪০), মো. নাদিম (৪৫), সরওয়ার হোসেন (২৬), মো. জুবায়ের (২৭), রিপন (২৪), বদিউল আলম (৬৪), মো. এনাম (২১), মো. এমরান (২৪), মো. পারভেজ (৩০), আনোয়ার হোসেন (৩৫), মো. ফোরকান (৪৮), মো. সোহেল (৪০), নুর আলম (৬০), মো. মুন্না (২৮), নাসিম উদ্দিন (৪৯) এবং আবদুল্লাহ আল নোমান (২৫)।

র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল মশিউর রহমান জুয়েল সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে যে, বিআরটিএ কার্যালয়ে একটি দালালচক্র সার্বক্ষণিক অবস্থান করে এবং সেবাপ্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। যারা গাড়ির লাইসেন্স করাতে যান কিংবা ডকুমেন্ট নবায়ন করতে যান, তাদের হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করে। তাদের অনেকটা জিম্মি করে বাড়তি টাকা হাতিয়ে নেয়। এ অভিযোগ পাওয়ার পর আমরা সেখানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করি।’

র‌্যাব কর্মকর্তারা জানান, বিআরটিএ কার্যালয়ে অন্তঃত ১০০ জন দালাল সার্বক্ষণিক অবস্থান করে বলে তাদের কাছে তথ্য ছিল। র‌্যাবের অতর্কিত অভিযানের মুখে কেউ কেউ সটকে পড়তে সক্ষম হন। গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, যানবাহনের লাইসেন্স ও ডকুমেন্ট নবায়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অন্তঃত দশগুণ বেশি টাকা দিতে বাধ্য করেন দালালরা। বাস্তবে দালালদের হস্তক্ষেপ ছাড়া তেমন কোনো সেবাই মেলে না সরকারি ওই অফিসটিতে।

বিজ্ঞাপন

এদিকে বিআরটিএ’র সহকারী পরিচালক তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘র‌্যাব যাদের আটক করেছে তারা সবাই বহিরাগত। তাদের সঙ্গে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের কোনো সম্পৃক্ততা নেই।’

সারাবাংলা/আরডি/এমও

গ্রেফতার বিআরটিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর