স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত স্বর্ণা,মেহেদী ও রাশেদ রুবাইয়াতকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাদের বেশ উৎফুল্ল দেখা গেছে।
বুধবার (২৮ মার্চ) বিকেলে তারা হাসপাতাল ছেড়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। হাসপাতাল ছাড়ার সময় শেখ রাশেদ রুবাইয়াত বলেন, চিকিৎসা শেষে বাড়িতে ফিরছি অনেক ভালো লাগছে, আনন্দ হচ্ছে। ডাক্তাররা বলেছে নিয়মিত চেকআপ করতে হবে।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম জানান, ‘বিমান দুর্ঘটনায় আহত পাঁচজনের মধ্যে কামরুন্নাহার স্বর্ণা ও তার স্বামী মেহেদী হাসান এবং শেখ রাশেদ রুবাইয়াতের শারীরিক অবস্থা এখন ভালো। বুধবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদেরকে নিয়মিত ফলোআপে রাখা হবে।’
তিনি আরও জানান, ঢামেকে চিকিৎসাধীন শাহরীন আহমেদকে আগামী সপ্তাহে ছাড়পত্র দেওয়া হতে পারে। আর আলমুন্নাহার অ্যানি শারীরিকভাবে সুস্থ আছে। তবে তার মানসিক সমস্যা অনেক বেশী। এ কারণে তাকে আরও কিছুদিন চিকিৎসাধীন রাখা হবে।
গত ১২ মার্চ নেপালের ত্রিভূবন বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সাতদিন পর (১৯ মার্চ) ঢাকায় আনা হয় ২৬ মরদেহ। মরদেহগুলো রাজধানীর আর্মি স্টেডিয়ামে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
ঢাকার পথে কফিনবাহী বিমান
নেপাল থেকে মরদেহ আসছে আজ, জানাজা আর্মি
মেন্টাল ট্রমায় শাহরিন,শারীরিক অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন
সারাবাংলা/এসএসআর/এমএইচ