Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে হচ্ছে না ডুয়েটের ভর্তি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ২৩:২৮

ঢাকা: জুলাই মাসের ১১ ও ১২ তারিখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেটি এখন পেছানো হয়েছে। করোনা সংক্রমণ ঝুঁকির উল্লেখ করে দুই মাস পিছিয়েছে এই পরীক্ষা।

বুধবার (১৬ জুন) ডুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষা পেছানোর এই সিদ্ধান্ত হয়। ডুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য অধ্যাপব ড. মো. আনোয়ারুল আবেদিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমান করোনা পরিস্থিতির কারণে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়ার কারণ বলেছেন তিনি। তিনি বলেছেন, কারিগরি শিক্ষা বোর্ড বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ফল যথা সময়ে দিতে পারেনি। এ জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। এতে পরীক্ষাও পিছিয়ে যায়।

পরীক্ষা পেছানোর পাশাপাশি তাই আগামী ১৮ আগস্ট পর্যন্ত ভর্তি আবেদনও করতে পারবে শিক্ষার্থীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫ ও ৬ সেটেম্বর অনুষ্ঠিত হবে ডুয়েটের ভর্তি পরীক্ষা।

সারাবাংলা/টিএস/একে

ডুয়েট ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর