ঢাকা: মদ চেয়ে না পেয়ে গুলশান অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেন।
তিনি বলেন, ‘কমিউনিটি ক্লাবের ঘটনাটি ডিবির গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষয়ে যে কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
হাফিজ আক্তার বলেন, ‘আমরা জেনেছি গত ৮ জুন গভীর রাতে পরীমনি ওই ক্লাবে গিয়েছিলেন। ৯৯৯-এ ফোন করে সেখানে পুলিশও ডেকে নেয়। তবে পরবর্তীতে এটি নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটি নিয়ে কাজ করব।’
বোট ক্লাবের ঘটনায় পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে ডিবি কর্মকর্তা বলেন, ‘একটি মামলা হয়েছে ঢাকা জেলার সাভার থানায়। যেহেতু মামলাগুলো চলমান, পরীমনি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।’
প্রসঙ্গত, গত ১৬ জুন রাতে অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর সাংবাদিকদের বলেন, ৮ জুন পরীমনি মদ না পেয়ে ১৫টি গ্লাস, ৯টি এস্ট্রে ও বেশ কয়েকটি হাফ প্লেট ভাঙচুর করেন। তিনি ওই ক্লাবের কোনো মেম্বার নন। এর আগেও কোনোদিন আসেননি। আর ক্লাব বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ৯৯৯ এ কল কলে পুলিশ ডেকে এনে মিথ্যা হেনস্থার অভিযোগও করেছেন। যা পুলিশ স্বচক্ষেই দেখেছে। এরপর আমরা নিজেদের সম্মান রক্ষায় থানায় অভিযোগ করিনি।
আরও পড়ুন
গুলশান কমিউনিটি ক্লাবে মদ খেয়ে ভাঙচুরের অভিযোগ পরীমনির বিরুদ্ধে
পরীমনি ভাগ্যবতী হলেও সৌভাগ্য হয়নি ত্ব-হা’র পরিবারের— সংসদে রুমিন
পরীমনির মামলার আসামি নাসির-অমি মাদকের মামলায় ৭ দিনের রিমান্ডে
আইন থাকার পরও বিচার পাচ্ছেন না পরীমনি— সংসদে এমপি হারুন
পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলার আসামি অমির ২ সহযোগী রিমান্ডে
পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: মামলার এজাহার আদালতে
পরীমনিকে সব ধরনের সহযোগিতা করা হবে: হারুন
পুলিশের ‘ম্যাজিক্যাল’ ভূমিকায় চমৎকৃত পরীমনি
জনগণকে বিভ্রান্ত করতেই পরীমনি ইস্যু: ফখরুল