Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুতগতিতে গ্রাহক সেবা বাড়াতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চাহিদা অনুযায়ী দ্রুত গতিতে গ্রাহক সেবা বাড়াতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ‘সেবা বৃদ্ধিতে প্রযুক্তির প্রয়োগ বাড়ানো আবশ্যক। ডেসকো এলাকায় স্ক্যাডা, ভূগর্ভস্থ তার, ভুগর্ভস্থ উপকেন্দ্র ও আধুনিক প্রযুক্তি স্থাপনের কার্যক্রম দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুন) ডেসকো এলাকায় ২৪টি ৩৩/১১ কেভি সাবস্টেশন স্থাপনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে না পারলে ফাইন্যান্সিয়াল ও ইকোনমিক্যাল যে ক্ষতি হবে তার প্রভাব দীর্ঘমেয়াদী হবে।’

বিজ্ঞাপন

২৪ টি ৩৩/১১ কেভি সাবস্টেশন ডিজাইন, সরবরাহ, ইন্সটলেশন ও কমিশনিং করার উদ্দেশ্যে ২৯ সেপ্টেম্বর, ২০১৭ সালে ১৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য এডিবি’র অর্থায়নে ডেসকোর সাথে সিমেন্স লিমিটেড ইন্ডিয়া, সিমেন্স বাংলাদেশ কনসোটিয়ামের সঙ্গে চুক্তি কার্যকর হয়। এই কাজে বিলম্ব হওয়ায় উষ্মা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ কাজগুলো থার্ড পার্টি দিয়ে গুণগতমান সম্পর্কে পুনর্পরীক্ষা করা প্রয়োজন।’

ডেসকো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফয়েজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সারাবাংলা/জেআর/এমও

গ্রাহক সেবা নসরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর