চাঁদা না পেয়ে হকারকে অপহরণ, যুবক গ্রেফতার
১৭ জুন ২০২১ ১৯:২৩
চট্টগ্রাম ব্যুরো : চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে চট্টগ্রাম নগরীতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফুটপাতে ব্যবসা করার জন্য চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে এক হকারকে অপহরণ করেছিল ওই যুবক। পুলিশ ওই হকারকে উদ্ধারের পাশাপাশি অপরাধে জড়িত যুবককে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৭ জুন) নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ওই যুবককে গ্রেফতারের পর অপহৃতকে উদ্ধার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গ্রেফতার আবু বক্কর ছিদ্দিকের (২৫) বাসা নগরীর আগ্রাবাদের মোগলটুলিতে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, গ্রেফতার বক্কর নগরীর আগ্রাবাদ এলাকায় ফুটপাতের ভাসমান হকারদের কাছ থেকে দৈনিক হারে চাঁদাবাজি করে। বক্করদের চাঁদাবাজ গ্রুপে মুন্নাসহ আরও ৫-৬ জন আছে। সম্প্রতি রিফাতুল ইসলাম নামে আগ্রাবাদে ফুটপাতের এক দোকানির কাছ থেকে চাঁদা দাবি করে বক্কর-মুন্না গ্রুপের সদস্যরা।
‘রিফাত টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার তাকে ধরে নিয়ে আগ্রাবাদ প্রাথমিক শিক্ষা অফিসের পরিত্যাক্ত ভবনে নিয়ে আটকে মারধর করে। এ সময় তারা রিফাতের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা দেয়। কিন্তু বিষয়টি পুলিশ জানায়।’
ওসি জানান, অভিযোগ পেয়ে রাতভর অভিযানের পর সকালে আগ্রাবাদে প্রাথমিক শিক্ষা অফিসের পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করা হয় এবং বক্করকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/আরডি/একে