Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আরও ৫৪ মৃত্যু, শনাক্ত বেড়ে ৩৮৮৩

সারাবাংলা ডেস্ক
১৮ জুন ২০২১ ১৭:৫৯

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাকেতর পরিমাণ। আগের দিন ৬৩ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। অন্যদিকে আগের দিন ৩ হাজার ৮৪০ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ছিল ৩ হাজার ৮৮৩টি।

কেবল সংক্রমণই নয়, গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়েছে সংক্রমণের হার। আগের দিন ১৫ শতাংশ ছাড়ালেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছাড়িয়েছে ১৮ শতাংশ, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের এই তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২৮টি ল্যাবে ২১ হাজার ৩৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮২৮টি। এ নিয়ে দেশে মোট ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৩ হাজার ৮৮৩টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ লাখ ৪৪ হাজার ৯৭০টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হলো। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শনাক্তের পরিমাণ বেড়েছে। তাছাড়া এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো সংক্রমণ শনাক্ত হলো তিন হাজারের দিনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেলে ১৮ দশমিক ৫৯ শতাংশ। এই হার গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। আর এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯২ দশমিক ১২ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় যে ৫৪ জন মারা গেছেন তা নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে ১৩ হাজার ৩৯৯ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে দুই জন মারা গেছেন বাসায়, বাকি ৫২ জন হাসপাতালে। তাদের ৩৫ জন পুরুষ, ১৯ জন নারী। এর মধ্যে আবার ২৬ জনের বয়স ৬০-এর বেশি। বাকিদের মধ্যে ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী একজন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

বিভাগভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন করে মারা গেছেন ঢাকা ও রাজশাহী বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে চার জন, সিলেট বিভাগে দুই জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

সারাবাংলা/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর