Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমির ২ সহযোগীর জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১৮:৩৭

ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগীর পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- বাছির মিয়া ও মশিউ রহমান।

শনিবার (১৯ জুন) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

দুইদিনের রিমান্ডে মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দিন দুই আসামিকে আদালতে হাজির করেন। সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের দুই রিমান্ডের আদেশ দেন। তারও আগে তুহিন সিদ্দিকী অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই শতাধিক পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্ট জব্দের পর অমিসহ তিনজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

অমির সহযোগী জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর