মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রফতানি করতে আগ্রহী বাংলাদেশ
২১ জুন ২০২১ ২৩:৩৭
ঢাকা: মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রফতানি করতে আগ্রহী বাংলাদেশ। তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক বাংলাদেশ থেকে আমদানি করতে পারে মালদ্বীপ।
সোমবার (২০ জুন) বিজিএমইএ অফিসে সংগঠনের সভাপতি ফারুক হাসানের সঙ্গে মালদ্বীপের হাই কমিশনার শিরুজিম্যাথ সামির সাক্ষাৎ করতে এলে বিজিএমইএ সভাপতি এ কথা জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছরব্যাপী পর্যটকদের আনাগোনা থাকে। তাই সেখানে স্বভাবতই রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে। বাংলাদেশি পোশাক রফতানিকারকরা এসব পোশাক সরবরাহ করতে আগ্রহী।
সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও মালদ্বীপের হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রফতানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ’র সহ সভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম