Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন সহায়তা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ১৬:৩৯

ঢাকা: যুক্তরাষ্ট্র বাংলাদেশকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন সহায়তা দেবে বলে চিঠি দিয়ে জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (২২ জুন) মন্ত্রণালয়ে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্য ভ্যাকসিনের পাশাপাশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও সরবরাহ করবে- এমন আশা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘উন্নত দেশগুলো প্রয়োজনের বেশি ভ্যাকসিন নিয়ে বসে আছে। সেজন্য তাদের বলেছি যে, বাড়তি ভ্যাকসিন নষ্ট না করে আমাদের দিয়ে সহযোগিতা করতে।’

মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন আগেই চেয়েছি। আমরা আশাবাদী তারা আমাদের এই ভ্যাকসিন দেবে।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যালয় হোয়াইট হাউজ সোমবার (২১ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটি কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮ দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে।

এর আগে গত ৬ মে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমেরিকার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে। তারা বলেছে, তাদের ৬০ মিলিয়ন ভ্যাকসিন আছে, যা তারা ব্যবহার করছে না। এটা জানার সঙ্গে সঙ্গে আমরা আমেরিকাকে ভ্যাকসিনের জন্য অনুরোধ করেছি, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছি, আবার ওয়াশিংটনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত বাইডেন প্রশাসনকে অনুরোধ করেছে। আমেরিকা আমাদের ভ্যাকসিন দেবে।’

পররাষ্ট্রমন্ত্রী ওই সময়ে আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত জানিয়েছে যে, আমেরিকা যখন ভ্যাকসিন পাঠাবে তখন তারা অক্সিজেনও দেবে। আলোচনা চলছে, কখন পাব- সেটা এখনও ঠিক হয়নি।’

সারাবাংলা/জেআইএল/পিটিএম

চিঠি টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ভ্যাকসিন সহায়তা যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর