হজ ও ওমরাহ পালনের জন্য অভিনব জীবন বিমা চালু
২২ জুন ২০২১ ১৯:৩৪ | আপডেট: ২২ জুন ২০২১ ১৯:৪৭
ঢাকা: শরিয়াসম্মত বিমা সুরক্ষার মাধ্যমে পবিত্র হজ ও ওমরাহ-এর জন্য পরিকল্পনা ও সঞ্চয়ে সহায়তা করতে মেটলাইফ বাংলাদেশ ‘হজ ও ওমরাহ প্ল্যান’ নামে নতুন একটি শরিয়াসম্মত জীবন বিমা চালু করেছে। হজ ও ওমরাহ প্ল্যান দেশের একমাত্র জীবন বিমা, যা অ্যাকাউন্ট ভ্যালু পেমেন্ট হয়ে যাওয়ার পরেও বর্ধিত কভারেজ দেয়।
মঙ্গলবার (২২ জুন) মেটলাইফ বাংলাদেশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, ব্যক্তির হজ ও ওমরাহ পালনের পরিকল্পনার জন্য প্রয়োজন অনুযায়ী শরিয়াসম্মত এই ‘হজ ও ওমরাহ প্ল্যান’-এ কয়েকটি অভিনব বৈশিষ্ট্য রয়েছে। পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য সঞ্চয় করার পাশাপাশি, বিমাগ্রহীতা তার সুবিধামতো তিন অথবা পাঁচ বছরের জন্য প্রিমিয়াম প্রদানের সময়সীমা বেছে নিতে পারবেন। পাশাপাশি এর ওপর ভিত্তি করে যথাক্রমে পাঁচ বা ১০ বছরের জন্য জীবন বিমার কভারেজ উপভোগ করতে পারবেন। এই বিমা কভারেজের সময়সীমা শেষে, বিমা গ্রহীতা পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তাদের বিমা অ্যাকাউন্ট ভ্যালু থেকে সম্পূর্ণ অর্থ পাবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়াও বিশেষ সুবিধা হিসেবে অ্যাকাউন্ট ভ্যালু পাওয়ার পরে বিমাগ্রহীতা হজ ও ওমরাহ পালনের জন্য অতিরিক্ত দুই বছরের জীবন বিমা বা দুর্ঘটনাজনিত বিমা কভারেজ পাবেন।
বিমাগ্রহীতারা বিমার প্রিমিয়াম মেটলাইফের বিস্তৃত ডিজিটাল চ্যানেলগুলো ব্যবহার করে প্রদান করতে পারবেন।
নতুন বিমা সেবা সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেন, আমাদের গ্রাহকদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতেও আমরা তাদের পাশে থাকতে চাই। হজ ও ওমরাহ পালন মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় যাত্রা, আর শরিয়াসম্মত বিমা সুরক্ষার মাধ্যমে আমাদের মুসলমান গ্রাহকরা তাদের পরিকল্পনা শুরু করতে এবং নিশ্চিন্তে এই পবিত্র যাত্রা পালন করতে পারবেন।
সারাবাংলা/জিএস/টিআর