Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চীন-রাশিয়া থেকেও ভ্যাকসিন আনলে এমন অনিশ্চয়তা হতো না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৯:৪৭

চট্টগ্রাম ব্যুরো: শুরুতেই ভারতের পাশাপাশি চীন-রাশিয়া থেকেও ভ্যাকসিন আনার উদ্যোগ নিলে দেশে করোনার ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা হতো না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বুধবার (২৩ জুন) বিকেলে নগরীর প্রবর্তক মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচলাইশ আবাসিক এলাকায় সাধারণ মানুষের মাঝে করোনা মোকাবেলার সুরক্ষা সামগ্রী বিতরণের সময় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

উপস্থিত সমবেতদের উদ্দেশে শাহাদাত বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। করোনার ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকার চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। এর ফলে জাতি আজ ভ্যাকসিন নিয়ে হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অথচ শুরুতেই ভারতের পাশাপাশি যদি চীন এবং রাশিয়া থেকেও ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হত, তাহলে আজ এই অনিশ্চিত পরিস্থিতি তৈরি হত না। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, বেশি টাকা দিয়েও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।’

‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ভ্যাকসিনের জন্য আন্দোলন করছে। বিদেশগামীরা ভ্যাকসিনের জন্য হাহাকার করছে। তারা যদি ভ্যাকসিনের সনদ নিয়ে যেতে না পারে তাহলে তারা কাজে যোগ দিতে পারবে না। করোনার এই ভ্যাকসিনের জন্য তাদের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।’

করোনা প্রতিরোধে ন্যূনতম ব্যবস্থাপনা কৌশল গড়ে তুলতেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শাহাদাত।

এসময় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, সাবেক সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর যুবদলের সহ সম্পাদক আনোয়ার হোসেন আনু, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহসিন কবির আপেল, যুগ্ম আহবায়ক সামিয়াত আমিন জিসান, সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলো ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর