Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আবেগ নয়, গঠনমূলক রাজনীতিই সংগঠনের ভিত্তি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ২০:৩৩

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দলটির চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আবেগ দিয়ে রাজনীতি হয় না। গঠনমূলক রাজনীতি ও সিদ্ধান্তই হল সংগঠনের মূল ভিত্তি। প্রতিষ্ঠার পর থেকেই গঠনমূলক রাজনীতির কারণেই আওয়ামী লীগ ৭২ বছর ধরে টিকে আছে।’

বুধবার (২৩ জুন) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বাঙালি জাতির যত মহৎ অর্জন, সবই একমাত্র আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। আজ বঙ্গবন্ধু নেই, কিন্তু তাঁর আদর্শ-নীতি-নৈতিকতা ও নির্দেশনা আছে। আমরা যারা রাজনীতি করি, তাদের বঙ্গবন্ধুর নীতি-নৈতিকতা আঁকড়ে ধরেই এগোতে হবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করছেন। সংগঠনকে এগিয়ে নিতে হলে তৃণমূলের ভিত্তি সুদৃঢ় করতে হবে।’

মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দলও ভেঙেছে কিন্তু তৃণমূলের ঐক্যই দলকে টিকিয়ে রেখেছে। বরং যারা ষড়যন্ত্র করেছে তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। এসময় দলের সহ-সভাপতি, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ নেতাকর্মীরা ছিলেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর