২৬ জুন থেকে লালমনিরহাট পৌর এলাকা লকডাউন
২৩ জুন ২০২১ ২১:১৯
লালমনিরহাট: করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জেলা শহরের পৌর এলাকায় শনিবার (২৬ জুন) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ জুন) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ওই ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সার্বিক দায়িত্বে নিয়োজিত সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন নির্মলেন্দু রায়, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুলসহ অপরাপর সদস্যবৃন্দ।
লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি, খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে জানানো হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, পৌর এলাকায় আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়েছে। শুধু পৌর এলাকায়ই সংক্রমণ হার ৩৯ শতাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/একেএম