Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিস অধিদফতরের সঙ্গে বিভাগীয় সকল দফতরের চুক্তি সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ০৮:৫৯

ঢাকা: দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানো এবং প্রদত্ত সেবা সহজীকরণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সঙ্গে মাঠ পর্যায়ে কর্মরত সকল দফতরের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয়েছে।

বুধবার (২৩ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সম্মেলন কক্ষে এই চুক্তি সই অুনষ্ঠান অনুষ্ঠিত হয়। অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল মহোদয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগ, ট্রেনিং কমপ্লেক্স এবং কেন্দ্রীয় কারিগরি কারখানার সঙ্গে সরাসরি এবং অন্য সাতটি বিভাগের সঙ্গে অনলাইনে অধিদফতরের এই চুক্তি সই সম্পন্ন হয়। অধিদফতরের পক্ষে মহাপরিচালক এবং বিভাগের পক্ষে বিভাগীয় উপপরিচালকরা চুক্তিতে সই করেন। অনলাইনে চুক্তি সইয়ের পর প্রথমে মহাপরিচালক এবং পরে বিভাগীয় উপপরিচালকরা স্বাক্ষরিত চুক্তি ক্যামেরায় ধরে সকলের সামনে তা দৃশ্যমান করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরের স্বাক্ষরিত চুক্তিতে মোট ৪১টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে তিন জন কর্মকর্তাকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সম্মাননাপ্রাপ্তরা হলেন, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শামীম আহসান চৌধুরী, ঢাকা বিভাগের উপরিচালক দিনমনি শর্মা এবং রিফর্ম সেলের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ হিরণ।

বিজ্ঞাপন

এসময় অধিদফতরের মহাপরিচালক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন তার বক্তব্যে সকলকে সময়াবদ্ধ, পরিমাপযোগ্য ও সুনির্দিষ্টভাবে চুক্তির শর্তসমূহ বাস্তবায়নের নির্দেশনা দেন এবং গত আর্থিক বছরে চুক্তি বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব জনাব মো. হাবিবুর রহমান। এসময় অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসএসএ

সারাবাংলা/জেআর/এসএসএ

ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর