Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ জুন) সকালে দীঘিনালার বড়াদম নোয়াপাড়া গ্রামের বাড়ির কাছ থেকে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

নিহতের স্বজনরা জানান, গতরাতে অজ্ঞাত কয়েকজন জীবন চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত বাড়ি না ফেরায় ভোর থেকে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।

নিহত অমর জীবন চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের রাজনীতি থেকে কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসে স্থানীয় হাটবাজারে সবজি বিক্রি করতেন।

দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

ইউপিডিএফ কর্মী খাগড়াছড়ি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর