Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাসে ভারত থেকে ফিরেছেন ৫৭২৩ বাংলাদেশি, করোনা শনাক্ত ১২৩ জন

লোকাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ০১:৩০

বেনাপোল: আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে গত দুই মাসে ভারতে আটকে পড়াদের মধ্য থেকে ৫ হাজার ৭২৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ সময়ের যারা দেশে ফিরছেন তাদের মধ্যে ১২৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আর করোনা সংক্রমিত হয়ে ফিরেছেন ১৩ জন।

সবশেষ শনিবার (২৬ জুন) অফিস শেষ সময় পর্যন্ত দেশে ফিরেছেন ৫০ জন। কলকাতার বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) এবং করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে ভারতে আটকেপড়া এসব যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত আসেন।

বিজ্ঞাপন

ইমিগ্রেশন সূত্র জানায়, দেশে ফেরত আসাদের মধ্যে বেনাপোল, ঝিকরগাছা ও যশোরের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন ৬৮১ জন। যশোরের বাইরে অন্যান্য জেলায় আছেন ১১ জন। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন শেষে বাসায় ফিরে গেছেন ৪ হাজার ৪১৩ জন।

করোনা পজিটিভ ২০৭ জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেডিকেটেড ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। যশোরের বাইরে অন্য হাসপাতালের করোনা জোনে পাঠানো হয়েছে ২৭৭ জনকে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে গত ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এতে করে ভারতে আটকা পড়ে কয়েক হাজার বাংলাদেশি। তাদের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়। এদের মধ্যে যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডেডিকেটেড ইউনিটে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘ভারত থেকে আসা পাঁচ হাজার ৭২৩ জনের মধ্যে ১২৩ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের নির্ধারিত আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার পর্যন্ত ৪ হাজার ৪৩১ জনকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

করোনা শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর