হঠাৎ ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু
২৭ জুন ২০২১ ১৫:৩৯
কুয়াকাটা (পটুয়াখালী): জেলার কুয়াকাটা-মিশ্রীপাড়া সড়কে দোখাসীপাড়া খালের ওপর নির্মাণাধীন সেতুটি রোববার (২৭ জুন) ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ভেঙ্গে পড়ে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু, নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা যায়, কুয়াকাটা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর এলাকার দোখাসীপাড়া খালের ওপর সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের জুনে। স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। কংক্রিট ঢালাইয়ে নির্মিতব্য ২০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৭ মিটার প্রস্থ বিশিষ্ট সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮৮৩ টাকা।
এ ব্যাপারে কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান সারাবাংলাকে জানান, তদন্ত করে সেতু ভেঙে পড়ার কারণ উদঘাটন করা হবে। প্রয়োজনে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/একেএম