Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক হিসাব জব্দে দুদক কর্মকর্তার নির্দেশ অবৈধ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৬:২৮

ঢাকা: কক্সবাজারের বেলায়েত হোসেন নামে এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তার দেওয়া নির্দেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার (২৭ জুন) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রাকিবুল হাসান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রায়ের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী রাকিবুল হাসান বলেন, ‘আইন হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদন সাপেক্ষে আদালতের নির্দেশে ব্যাংক হিসাব জব্দ করতে হয়। কিন্তু একটি মামলার সূত্র ধরে কক্সবাজারের বেলায়েত হোসেনের এফডিআর করা এক হিসাব জব্দের জন্য দুদকের কর্মকর্তা ব্যাংককে নির্দেশ দেন। এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রতিপালন হয়নি। এ কারণে ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করতে দুদক তদন্ত কর্মকর্তার নির্দেশকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।’

গত ৬ জানুয়ারি দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন কক্সবাজারের বাসিন্দা ব্যবসায়ী বেলায়েত হোসেনের ব্যাংক হিসাব জব্দে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার ম্যানেজারকে নির্দেশ দিয়েছিলেন।

ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে বেলায়েত হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে বেলায়েতের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছিলেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অবৈধ দুদক নির্দেশ ব্যাংক হিসাব হাইকোর্ট

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর