Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২১ ২০:১৩

ভারতের জম্মুতে বিমানবাহিনীর এক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ভারতের সামরিক কোনো স্থাপনায় এটাই প্রথম কোনো ড্রোন হামলার ঘটনা বলে দাবি করছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে প্রথম বিস্ফোরণ ঘটে। ৬ মিনিট পর রাত ১টা ৪৩ মিনিটে দ্বিতীয় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলায় অন্তত দুই জন ভারতীয় বিমান বাহিনীর সদস্য আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়।

এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব ড্রোন পাকিস্তান থেকে ভারতের জম্মুতে প্রবেশ করেছে। ড্রোনগুলো চীনের তৈরি হতে পারে বলেও দাবি করা হচ্ছে। এ ড্রোন হামলার লক্ষ্য ছিল ওই ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান ও হেলিকপ্টার। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারতের পুলিশ এ হামলাকে সন্ত্রাসীদের কাজ বলে জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং বলেন, ভারতীয় বিমানবাহিনীর জম্মু ঘাঁটিতে ড্রোন হামলাটি একটি সন্ত্রাসী হামলা।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর