Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ-জ্বালানির মূল্য সাশ্রয়ী রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ২১:১৪

ফাইল ছবি

ঢাকা: ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়াতে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সাশ্রয়ী রাখার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘সৌরবিদ্যুৎ উৎপাদন খরচ এখনও বেশি, জমিও বেশি লাগে। যদিও নেট মিটারিং সিস্টেম কিছুটা খরচ সাশ্রয় করবে।’

রোববার (২৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করা হবে। নেপালের সঙ্গে জলবিদ্যুৎ আমদানির বিষয়টি প্রায় চূড়ান্ত। বিদ্যুৎ উৎপাদনে এলএনজি-এর ব্যবহারও বাড়তে পারে। ২০৪১ সালের মধ্যে নবায়ণযোগ্য জ্বালানি হতে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সন্তোষজনক নয় এরূপ ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন বাতিল করা হয়েছে। এই প্রকল্প বাতিল হলেও বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না। আগামীতে এলাকাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে।’

সারাবাংলা/জেআর/এমও

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর