এসি থেকেই বিস্ফোরণের ঘটনা, ধারণা পুলিশ-ফায়ার সার্ভিসের
২৭ জুন ২০২১ ২৩:৪৭
ঢাকা: রাজধানীর বড় মগবাজারের ৭৯ আউটার সার্কুলার রোডের ভবনে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, মূলত তা এসি থেকেই হয়েছে বলে ধারণা করছে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থা।
রোববার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা মেট্রোর উপ পরিচালক দেবাশীষ বর্ধন জানান, জীবনে যত বিস্ফোরণের ঘটনা দেখেছেন তাতে এতবড় ধ্বংসযজ্ঞ দেখেননি। এত ভয়াবহ বিস্ফোরণ কেবল এসি থেকেই হতে পারে। তবে তদন্তের আগে সঠিক করে বলা যাচ্ছে না আসলে কি ঘটেছে।
জানা যায়, ৭৯ আউটার সার্কুলার রোডে এই চারতলা ভবনটির নিচতলায় শরমা হাউজ ও বেঙ্গল মিটের আউটলেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এসময় আশেপাশের ভবনের ও সড়কে থাকা বাসের গ্লাস ভেঙে যায়। এতে অনেকে আহত হয়।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের ফলে এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছে এবং ৫০ জনের মত আহত হয়েছে। ঘটনা কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে।’
ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) সৈয়দ নুরুল ইসলাম নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘মূলত এতবড় বিস্ফোরণ এসি থেকেই হয়ে থাকে। এসি বিস্ফোরণ ঘটে মূলত জমে থাকা গ্যাস ও আগুনের স্কুলিং থেকে। আবার ভেতরে কোনো কক্ষে যদি গ্যাস জমেছিল তাহলে সেটি আরও ভয়াবহ আকারে বিস্ফোরণের সৃষ্টি করে। এমনকি এসির পাইপের ভেতর দিয়ে যতদূর গ্যাস থাকে ততদূর ছাড়খার করে দেয়। মনে হচ্ছে এসি থেকেই এমন বিস্ফোরণ হয়েছে। এরপরও ফায়ার সার্ভিসসহ সকল সংস্থা কাজ করছে, নিশ্চয়ই বিষয়টি উদঘাটন হবে।’
৭৯ আউটার সার্কুলার রোডের ভবনটির নিচতলায় বিস্ফোরণের সময় সামনের সড়কে চলাচলরত কয়েকটি বাসের গ্লাস দুমরে-মুচড়ে যায়। এসময় বাসে থাকা লোকগুলোর বেশিরভাগই আহত হয়। জানা যায়, বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় তলায় সিঙ্গার শো-রুমের গোডাউন ছিল।
সেখাসকার ম্যানেজার তামজিদ বলেন, ‘গোডাউন থেকে ফ্রিজ নিয়ে এসে গাড়িতে উঠায়ে দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। গায়ে এসে গ্লাস পড়ে।’
কমিউনিটি মেডিকেল হসপিটালের কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ২০০ থেকে ২৫০ জন মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন এবং সংকটাপন্ন ব্যক্তিদের ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ম্যানেজার জুলফিকার স্বাধীন বলেন, ‘এ ঘটনায় আমাদের হসপিটালের চিকিৎসকেরা দুই জনকে মৃত ঘোষণা করেছেন। একজন শিশু ও অপর একজন বয়স্ক। হাসপাতাল থেকে মারা যাওয়া শিশুকে তার পরিবার নিয়ে গেছে। অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর লাশ মর্গে রাখা হয়েছিল, সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
সারাবাংলা/ইউজে/এমও