Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ২৪ ঘণ্টায় ১৮১ জন করোনা রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৮:৫৮

বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের (শেবাচিম) করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পাঁচজনের ও পটুয়াখালী জেলায় করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩০১ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

একই সময়ে বরিশাল বিভাগে নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল দেড়শত। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৯৯ জন।

বিজ্ঞাপন

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৭ হাজার ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৮১ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৭২ জন নিয়ে মোট ৭ হাজার ৬৪১ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ২৪৩৬ জন, ভোলা জেলায় নতুন ১২ জনসহ মোট দুই হাজার ৩৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৪৬ জন নিয়ে মোট ২০৭৯ জন, বরগুনা জেলায় নতুন ১৮ জন নিয়ে মোট আক্রান্ত ১৩৯৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৩ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়িয়েছে ১৬১১ জন।

বরিশাল শেবাচিম’র পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টা সোমবার সকাল পর্যন্ত শেবাচিম’র করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন ও করোনা ওয়ার্ডে ৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এবং ৯৫ জন আইসোলেশনে রয়েছে।

প্রসঙ্গত, করোনা শনাক্ত ও মৃত্যুর হারে বিভাগের শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

১৮১ জন করোনা রোগী শনাক্ত করোনাভাইরাস বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর