সিনেট সদস্যর প্রস্তাবে চবিতে হল ও পরিবহন ফি মওকুফ
২৮ জুন ২০২১ ২১:২৪
চট্টগ্রাম ব্যুরো: সিনেট সদস্য অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রস্তাবে করোনাকালে শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
রোববার (২৭ জুন) ফাইন্যান্স কমিটি সিন্ডিকেটের ৫৭ তম যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক মনিরুল হাসান বলেন, ‘সিন্ডিকেট সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিখিত আকারে পরে জানানো হবে। এরইমধ্যে যারা টাকা জমা দিয়েছেন। তাদেরকে ফেরত দেওয়া হবে। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।’
অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ একটি শুভ উদ্যোগ। আরো শিক্ষার্থী-বান্ধব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যাতে শিক্ষার্থীদের দূর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়। এই ব্যাপারে আমরা সচেষ্ট।’
সারাবাংলা/সিসি/একে