Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশগামীরা বিধিনিষেধের আওতামুক্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২১ ১৯:৪৭ | আপডেট: ৩০ জুন ২০২১ ১৯:৪৮

ঢাকা: করোনা সংক্রমণ মোকাবিলায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আরোপিত কঠোর বিধিনিষেধ বিদেশগামী নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে না বলে  জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পাশাপাশি, বিদেশগামীদের সুবিধার্থে সংশ্লিষ্ট মিশনগুলোও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে মন্ত্রী এ সব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী বলেন, বিদেশগামীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পুলিশ প্রধানকেও এ ব্যাপারে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, কঠোর বিধিনিষেধ চলাকালীন অনেক শিক্ষার্থী এবং প্রবাসীর দেশ ছাড়ার কথা রয়েছে। তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের ব্যাপারে বিদেশি মিশনগুলোকেও এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআইএল/একেএম

কঠোর বিধিনিষেধ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বিদেশগামী মিশন অফিস