Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ রফতানির আলুর বস্তায় ফেনসিডিল, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২১ ১৭:৫৫

জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলু বহনকারী পিকআপ থেকে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পিকআপটি জয়পুরহাট থেকে ঢাকা যাচ্ছিল।

শনিবার (৩ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার শহীদ সরোয়ারদী বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে বিদেশে আলু রফতানি নামে মাদক বিক্রি করে আসছে। শুক্রবার সন্ধ্যায় চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলুর বেশ কয়েকটি বস্তা তল্লাশি করে এসব ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।’

অভিযানে পিকআপসহ মাদক ব্যবসায়ী শাকিল হোসেন ও সুজন প্রামানিককে আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আলুর বস্তা ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর