Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও মৃত্যু শতাধিক, শনাক্ত আরও ৬২১৪

সারাবাংলা ডেস্ক
৩ জুলাই ২০২১ ১৮:৩৯

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে টানা সাত দিনেই করোনায় মৃত্যু হলো শতাধিক। একই সময়ে সারাদেশে ৬ হাজার ২১৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ১৪ হাজার ৯শ ও সংক্রমণের পরিমাণ ৯ লাখ ৩৬ হাজার ছাড়িয়ে গেছে।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই দেশে ৫৬৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২২ হাজার ৭০৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭টি নমুনা। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে দেশে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ৬ হাজার ২১৪টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হলো ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ১৩৪ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, এ নিয়ে দেশে এই সংক্রমণে প্রাণহানি দাঁড়ালো ১৪ হাজার ৯১২ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৮৪ জন, নারী ৫০ জন। তাদের ৭ জন বাসায় এবং বাকি ১২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়,৬৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, চার জন ২১ থেকে ৩০ বছর বয়সী মারা গেছেন। এর বাইরে ১০ থেকে ২০ বছর বয়সী একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে। তৃতীয় সর্বোচ্চ ২৩ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে চার জন, বরিশাল বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ।

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর